বেগমগঞ্জ উপজেলা পরিষদের প্রয়াত চেয়ারম্যান ও নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ওমর ফারুক বাদশা’র স্বরণে সোমবার বিকেল ৩টায় নগর কমিটির উদ্যোগে চৌমুহনী পাবলিক হলে পৌর আওয়ামীলীগের সভাপতি ও চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সল এর সভাপতিত্বে এক শোক সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, নোয়াখালী-০৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বেগমগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মামুনুর রশীদ কিরণ। বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. শরিফুল ইসলাম, শামছুদ্দিন, মুক্তিযোদ্ধা রফিক উল্যা (নেতা রফিক), চৌমুহনী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল খায়ের, আবুল হোসেন বাঙালী, চৌমুহনী পৌরসভার প্যানেল মেয়র আনোয়ার হোসেন, বিনয় কিশোর রায়, মুজিবুর রহমান বাচ্চু প্রমুখ।
সভা পরিচালনা করেন, চৌমুহনী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক টিপু। সভায় বক্তরা প্রয়াত উপজেলা চেয়ারম্যান ওমর ফারুক বাদশা’র সততা, যোগ্যতা ও নির্লোভী ব্যক্তির অকালে মৃত্যু কোন ভাবে মানা যায় না। তবুও সৃষ্টিকর্তা যতটুকু হায়াত রেখেছিল ততটুকু শেষে নিয়ে গেছে। তাঁর মত যোগ্য ব্যক্তি বেগমগঞ্জে আর আসবে কিনা বলা মুশকিল। তাই আমরা ওমর ফারুক বাদশা’র আদর্শকে লালন করে তাঁর অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিতে একজন যোগ্য চেয়ারম্যান উপহার দিতে পারলে বেগমগঞ্জের মানুষের আকাঙ্খা পূরণ হবে।
Leave a Reply