ব্যক্তি ক্ষমতার অপপ্রয়োগ, গঠনতন্ত্র পরিপন্থী কমিটি গঠন, বহিস্কার, মামলা, শোকজ সহ নানা বিতর্কিত কর্মকান্ডে বেগমগঞ্জ উপজেলা বিএনপি’র ঘরে বাহিরে আগুনে পুড়ে সবকিছু ছারখার হতে পড়েছে। এতে নেতাকর্মীরা হতাশার পাশাপাশি অনেকেই রাজনীতি থেকে সরে পড়ছে এবং কেউ কেউ অন্য দলে যোগদান করার পরিকল্পনা নিয়েছে।
দলীয় সূত্রে জানায়, বেগমগঞ্জ উপজেলা ১৬টি ইউনিয়ন এবং চৌমুহনী পৌরসভায় সকল কমিটি একক ক্ষমতাবলে কেন্দ্রীয় এক ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী ক্ষমতার অপব্যবহার করে গঠনতন্ত্র পরিপন্থী নিজের শক্তি দেখানোর জন্য তাঁরই পছন্দের লোকজন সকল কমিটিতে অন্তর্ভূক্ত করে। এতে দলের মধ্যে গৃহবিবাদ শুরু হয়ে যায়। এর প্রতিবাদ করায় মূল দলও অঙ্গসংগঠনের অনেককেই বহিস্কার করা হয়। ইতিমধ্যে যুবদলের বেগমগঞ্জ উপজেলা কমিটির আহ্বায়ক সামছু তিবরিজকে বহিস্কার করায় তিনি আদালতে মামলা দায়ের করলে আদালত যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে শোকজ করা হয়। এছাড়া গত ৫ অক্টোবর তারিখে গোপনে কেন্দ্রীয় ঐ নেতার উপস্থিতিতে বেগমগঞ্জ উপজেলা সম্মেলনের নামে যাদেরকে সভাপতি ও সাধারণ সম্পাদক এবং তার পূর্বে ১৬টি ইউনিয়নে কমিটি গঠন করা হয়েছে ঐ নেতার আর্শিবাদপুষ্ঠ বলে অভিযোগ রয়েছে। এর মধ্যে ১১টি ইউনিয়নের লোকজন জেলা ও কেন্দ্রীয় ভাবে কমিটিগুলো বিরুদ্ধে লিখিতভাবে অনাস্থা জানিয়েছে।
এ ব্যাপারে নোয়াখালী জেলা বিএনপি’র উপদেষ্টা শাহ আবদুল্ল্যা আল বাকী বলেন, বেগমগঞ্জ উপজেলা বিএনপি’র সম্মেলনের নামে একটি বাড়িতে বসে যে কমিটি গঠন করা হয়েছে তা কোনভাবেই বৈধতা দেওয়া হবে না। কারণ বৈধ সন্তান ও অবৈধ সন্তানের মধ্যে পার্থক্য আছে। আগামীতে আমরা জেলা ও উপজেলা কমিটি মিলে সিদ্ধান্তের পর যারা এই অবৈধ কমিটি গঠন করেছে তাদের বিরুদ্ধে যা যা করার দরকার তাহা করা হবে।
বেগমগঞ্জ উপজেলা বিএনপি’র নবনির্বাচিত সভাপতি কামাক্ষ্যা চন্দ্র দাস জানান, দলীয় গঠনতন্ত্র মোতাবেক কমিটি গঠন করা হয়েছে। কারো কোন ক্ষোভ থাকলে সামনে দলীয় ফোরামে এসে বক্তব্য দেওয়ার অনুরোধ করেন। উক্ত কমিটি নিয়ে কিছু রাগ অনুরাগ থাকতে পারে সামনে সবকিছু ঠিক হয়ে যাবে। তবে এর বেশী আর কথা বলা যাবে না।
উপজেলা যুবদলের আহ্বায়ক সামছু তিবরিজ স্বপন বলেন, যারা একক ক্ষমতা প্রয়োগ করে উপজেলা ও ইউনিয়নের পকেট কমিটি গঠন করেছে তাদের বিরুদ্ধে সব রকমের আইনী ব্যবস্থা পাশাপাশি আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে। যতই বাধা আসুক যে কোন মূল্যে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো।
Leave a Reply