ভোলার বোরহানউদ্দিনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুইজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) রাত ৯ টার দিকে উপজেলার বড় মানিকা ইউনিয়নের বাটামারা এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন, বড় মানিকা ৬ নং ওয়ার্ডের বাসিন্দা বাদসু হাওলাদারের ছেলে মো. হাসনাইন (১৮)। অপরজন মো. নিরব (২৩)। নিরবের বাড়ি ভোলা সদর উপজেলায়।
আহতরা হলেন, শাকিল (২০), ফিরোজ আলম (২৭), নান্নু (২০), সাগর (১৭), লিমন (২০), ইউছুফ (৪০), রাসেল (৩৫) ও বাপ্পি (২০) বাকিদের নাম জানা যায়ননি।
জানা যায়, বাটামারা মাহফিলে বেলুন বিক্রির জন্য বেলুন বিক্রেতা নিরব মাহফিল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে গ্যাস সিলিন্ডারের মাধ্যমে বেলুনে হাওয়া দিচ্ছিলেন। হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে, ঘটনাস্থলইে নিরব ও হাসনাইন মারা যান।
বোরহানউদ্দিন উপজেলার ওসি মাজাহারুল আমিন জানান, নিহত হাসনাইনের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে আর নিরবের লাশ ভোলা মর্গে প্রেরণের জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান বলেন, এ ঘটনায় জেলা প্রশাসকের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ১০ হাজার টাকা করে অনুদান দিয়েছেন এবং আহতদের চিকিৎসার সব ব্যবস্থা করেছেন।
Leave a Reply