প্রবীন আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য,সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য,এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান,বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড.মাসুদা এম.রশিদ চৌধুরী এম.পি গভীরভাবে শোক প্রকাশ করেছেন। আজ সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর মগবাজারে আদ দ্বীন হাসপাতাল তিনি ইন্তেকাল করেছেন। সুপ্রিম কোর্ট বারের সেক্রেটারি ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এ বিষয়ে নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান মাসুদা এম.পি।
এক শোক বার্তায় তিনি বলেন,
প্রবীণ এই আইনজীবী ছিলেন বাংলাদেশের আইনাঙ্গণের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি নিজ কর্মগুণেই দেশের মানুষের কাছে চির স্মরণীয় হয়ে থাকবেন।
উল্লেখ্য
রফিক-উল হকের জন্ম ১৯৩৫ সালের ২ নভেম্বর কলকাতার সুবর্ণপুর গ্রামে। তিনি ১৯৯০ সালের ৭ এপ্রিল থেকে একই বছরের ১৭ ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা (অ্যাটর্নি জেনারেল) ছিলেন।
Leave a Reply