নরসিংদীর মনোহরদীতে ব্রহ্মপুত্র নদের পানিতে ডুবে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৯ মার্চ) দুপুরে, মনোহরদী উপজেলার দীঘাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দীঘাকান্দি গ্রামের আহাম্মদ আলীর ছেলে জাকারিয়া (৫০) এবং নিহত জাকারিয়ার ছেলে সাজেদুল ইসলাম সাজিদ (১০)।
নিহতের স্বজন ও পুলিশ জানায়, কৃষক জাকারিয়া তার ছেলেকে নিয়ে কলাগাছের ভেলায় করে পাশবর্তী সনমানিয়া এলাকায় বোরেধানের ক্ষেত পরিচর্যা করতে যাচ্ছিলেন। এসময় প্রাকপ্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া ওই শিক্ষার্থী নদীতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে পিতা ঝাঁপিয়ে পড়লে দু’জনেই পানিতে তলিয়ে যায়। পরে আশপাশের লোকজন নদী থেকে তাদের উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মনোহরদী থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, বাবা-ছেলের মৃত্যুর খবরে আমরা ঘটনাস্থল পরিদর্শন করছি। যেহেতু পানিতে ডুবে মৃত্যুর তথ্য পাওয়া গেছে, পরিবারের অন্যান্য সদস্যদের সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply