কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলায় উপনির্বাচনের খবর সংগ্রহকালে সাংবাদিকদের গাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে চার সাংবাদিক আহত হন।
এ ঘটনায় নৌকা প্রার্থীর সমর্থক গোলাম কিবরিয়া বিল্লাল নামের একজনকে আটক করে পুলিশ।
জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ব্রাহ্মণপাড়া দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যাওয়ার পর অন্তত ৫০ জন দুর্বৃত্ত সাংবাদিকদের উপর হামলা চালায়।
এ সময় মাইটিভির ক্যামেরাপারসন আবদুস সালাম, একুশে টেলিভিশনের ক্যামেরাপারসন জহিরুল হক বাবু, জাগরণী টিভির জেলা প্রতিনিধি আশিকুর রহমান আশিক গুরুতর আহত হন।
হামলার সময় আনারস প্রতীকের প্রার্থী কিশোর সরকার, মনির হোসেনের মাথা ও ঘাড়ে আঘাত পান।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. আবু হাসনাত মো. মহিউদ্দিন মবিন বলেন, আমরা চারজন সাংবাদিকে চিকিৎসা দিয়েছি। গুরুতর অবস্থায় তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, বেলা ১২টায় ঘটনাস্থল পরিদর্শন করেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর ও পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।
সাংবাদিকের উপর হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
Leave a Reply