নাটোরের বড়াইগ্রামে ট্রাক-পিকআপ সংঘর্ষে পিকআপ চালক মেহেদী হাসান উজ্জ্বল (৩১) নিহত হয়েছেন।
সোমবার ১৪ জুন দুপুরে উপজেলার নগর ইউনিয়নের কয়েন এলাকায় পাবনা-নাটোর মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। উজ্জ্বল পাবনার ঈশ্বরদী উপজেলার মানিকনগর এলাকার সিদ্দিক প্রামাণিকের ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার পুলিশ অফিসার শফিকুল ইসলাম জানান, কুষ্টিয়া থেকে চাল বোঝাই একটি ট্রাক কয়েন এলাকায় পৌছালে বিপরিত দিক থেকে আসা ক্যারেট বোঝাই পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ চালক মেহেদী হাসান উজ্জ্বল ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার এবং ট্রাক ও পিকআপ জব্দ করে থানায় নিয়ে আসে।
Leave a Reply