আজ বুধবার (১ সেপ্টেম্বর) সকালে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন মাদক মামলায় গ্রেফতার ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। এদিন সকাল ৯টা ৩৬ মিনিটে সাদা রঙের একটি গাড়িতে করে কারাগার থেকে বের হয়ে আসেন তিনি।
এ সময় পরীমণি নিজেও ছিলেন সাদা পোশাকে। মাথায় ছিল সাদা ওড়না। মুক্ত পরীমণিকে বেশ উচ্ছল ও হাসিখুশি দেখা যায়। এ সময় নায়িকার ভক্ত ও শত শত উৎসুক জনতা তাকে এক নজর দেখার জন্য অপেক্ষা করছিল। উৎসুক জনতার ভালোবাসার কারণেই কারাফটক থেকে ৩ ফিটের পথ পেরুতেই ৬ মিনিট লেগে যায় তার।
এ সময় সবার নজর কেড়েছে পরীমণির হাতের তালুতে আঁকা একটি লেখা-‘ডোন্ট লাভ মি বিচ’। যার বাংলা অর্থ, ‘আমাকে ভালবেসো না কুকুরের মত’।
গাড়িতে দাঁড়িয়েই ভক্ত ও উৎসুক জনতার ভালোবাসার জবাব দেন পরী। সবার সঙ্গে সেলফি তোলেন। আনন্দে মেতে উঠেন। চলে যাওয়ার আগে গাড়ির সানরুফ খুলে মাথা উঁচিয়ে দাঁড়ান। অপেক্ষমাণ ভক্তদের বাড়িয়ে দেওয়া হাত স্পর্শ করেন। হাত নেড়ে জানান সম্ভাষণও। মাত্র কয়েক সেকেন্ডে যতটা পেরেছেন সবার সঙ্গে মুক্তির আনন্দ ভাগ করে নিয়েছেন তিনি।
এর কিছুক্ষণ পরই সামাজিক মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে এসব দৃশ্য। পরীমণির শুভাকাঙক্ষী ও ভক্তরা ছবিগুলো পোস্ট করে ইতিবাচক ক্যাপশনে ভরিয়ে দেন তাকে। বেশিরভাগ পোস্টেই মানুষ লিখেছেন, মুক্ত পরীমণি আবার নতুন করে তার ক্যারিয়ার শুরু করবেন। খুব দ্রুত তিনি নিজের স্বরূপে ফিরছেন। দাঁড়াবেন লাইট, অ্যাকশন, ক্যামেরার সামনে।
এর আগে সকাল সাড়ে ৮টায় পরীমণির কয়েকজন নিকটাত্মীয় ও আইনজীবী অ্যাডভোকেট নীলাঞ্জনা রিফাত সুরভী কারা ফটকে যান।
এ সময় তার আইনজীবী বলেন, আদালত দুই পক্ষের আইনজীবীর শুনানির পর তাকে জামিন দেয়। তবে কাশিমপুর কারাগারে জামিনের কাগজপত্র না আসায় গতকাল তাকে মুক্তি দেয়নি কারা কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কেএম ইমরুল কায়েশ শুনানি শেষে ৫০ হাজার টাকা মুচলেকায় পরীমণির জামিন আদেশ দেন। তিন কারণ বিবেচনায় পরীমণিকে জামিন দেওয়া হয়েছে। যেহেতু পরীমণি একজন চিত্রনায়িকা এবং একজন নারী।
তাছাড়া সরকারি অনুদানপ্রাপ্ত প্রীতিলতা নামক একটি চলচ্চিত্রে তার অভিনয়ের শিডিউল চলছে। এসব বিষয় বিবেচনায় তদন্ত প্রতিবেদন (চার্জশিট) দাখিল পর্যন্ত জামিনের আদেশ দেন আদালত।
গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগী দীপুকে আটক করে র্যাব।
Leave a Reply