ফরিদপুরের ভাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার ভাঙ্গা প্রতিনিধি আব্দুল মান্নান মুন্নুকে মহাসড়ক ব্যারিকেড দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ১১টার সময় এ ঘটনা ঘটে।
সাংবাদিক মান্নান গণমাধ্যমকে জানান, শুক্রবার রাত ১১টার দিকে আমার বোনের বাসা থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলাম। বাড়ির পাঁশের ভাঙ্গার ফায়ার সার্ভিস স্টেশনের সামনের মহাসড়কে পৌঁছালে স্থানীয় মাদক সম্রাট মাসুম মোল্লা ও তার সহযোগীরা মহাসড়ক অবরোধ করে আমাকে হত্যার চেষ্টা করে।
মান্নান বলেন, আমার উপর ইট-পাথর নিক্ষেপ করে ওই সন্ত্রাসীরা। আমি মাটিতে লুটিয়ে পড়লে পরে তারা পালিয়ে যায়। আমার হাতের আঙ্গুল ও তালু ফেটে মারাত্মক রক্তক্ষরণ হয়েছে।
সাংবাদিক মান্নান গণমাধ্যমের কাছে দাবী করেন, আমার উপর এ পর্যন্ত চার দফা হত্যাচেষ্টা করা হলেও পুলিশ প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। আমি আমার জীবন নিয়ে শঙ্কিত।
ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, এ ব্যাপারে এখনও কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
Leave a Reply