রংপুরের কাউনিয়ায় চাচিকে (২০) ধর্ষণের অভিযোগ উঠেছে দূর সম্পর্কের এক ভাতিজার বিরুদ্ধে। বুধবার (১০ ফেব্রুয়ারি) রাতে উপজেলার সারাই ইউনিয়নের সারঙ্গপূর গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন ওই গৃহবধূ।
ভুক্তভোগীর পরিবার ও পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সারাই ইউনিয়নের সারঙ্গপুর গ্রামের এক গৃহবধূকে নিজ বাড়িতে শোয়ার ঘরে একা পেয়ে ধর্ষণ করে একই গ্রামের নবম শ্রেণির এক শিক্ষার্থী।
গৃহবধূর চিৎকারে পাশের বাড়ির লোকজন এগিয়ে এলে ঘটনাস্থল থেকে ওই কিশোর পালিয়ে যায়। ওই কিশোর গৃহবধূর দূর সম্পর্কের ভাতিজা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হারাগাছ থানার ওসি রেজাউল করিম বলেন, এ ব্যাপারে একটি ধর্ষণ মামলা হয়েছে। ওই গৃহবধূকে রংপুর ভিকটিম সাপোর্ট সেন্টারে বিকেলে পাঠানো হয়েছে এবং ওই কিশোরকে গ্রেফতারে কাজ করছে পুলিশ।
Leave a Reply