বগুড়ার শাজাহানপুর উপজেলায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে চাচা রফিকুল ইসলাম (৫০)কে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার (১৯ মে) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে শিশুর মা বাদী হয়ে শাজাহানপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। মামলা হওয়ার পর রফিকুলকে উপজেলার আমরুল ইউনিয়নের পলিপলাশ গ্রাম থেকে গ্রেফতার করে। রফিকুল ওই গ্রামের মৃত মনছের আলীর ছেলে।
শাজাহানপুর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন জানান, ভুক্তভোগী শিশুর মা বলেন, রফিকুল ও তার স্বামী আপন খালাতো ভাই। দুপুরে বাড়ির সামনে শিশুদের সঙ্গে তার মেয়ে খেলা করছিল। মেয়েকে গোসল করানোর জন্য ডাক দিতে গিয়ে দেখা যায় । পরে আশে পাশে খুঁজেও তাকে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে বিকেল ৩ টার দিকে রফিকুলের ঘর থেকে মেয়ের কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। এগিয়ে যেতেই রফিকুল দরজা খুলে তার মেয়েকে বের করে দিচ্ছে। শিশুর মাকে দেখে রফিকুল বলে, তোর মেয়েকে লিচু দিতে ঘরে ডেকেছিলাম।
শিশুর মা জানান, রফিকুলের ওখান থেকে মেয়েকে কান্না অবস্থায় কোলে নিয়ে গোসলে নিয়ে যাই। মেয়েকে দেখে আমার সন্দেহ হচ্ছিল রফিকুল আমার মেয়ের সঙ্গে কিছু একটা করেছে। পরে ভালোভাবে মেয়ের শরীর দেখে বুঝতে পারি এবং মেয়েকে বললে সে বলে, তার সঙ্গে খারাপ কাজ করেছে তার চাচা রফিকুল।
এ বিষয়ে ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, মামলার পর পরই রফিকুলকে মঙ্গলবার রাতেই গ্রেফতার করা হয়। আর ভুক্তভোগী শিশুর মেডিকেল পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply