ময়মনসিংহের ভালুকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের পিকনিকের নৌকা ডুবে এক চিকিৎসকসহ ২ জন নিখোঁজ হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে উপজেলার খীরু নদীর উরাহাটি নামক স্থানে।
এ ঘটনায় হাসপাতালের চিকিৎসক ডা. অমিত কুমার ও স্থানীয় তানভীর নামের এক যুবক নিখোঁজ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আনন্দভ্রমনের জন্য একটি নৌকা ভাড়া করে প্রায় ২০জনের একটি চিকিৎসক টিম নৌকা ভ্রমনের জন্য বের হয়। পিকনিক শেষে ফেরার পথে একটি বালুর ট্রলারে সাথে ধাক্কা লেগে পিকনিকের নৌকাটি ডুবে যায়। বাকিরা স্থানীয়দের সহায়তায় ও সাঁতরিয়ে পাড়ে উঠতে পারলেও ডা. অমিত রায় ও তানভীর নামের এক যুবক নিখোঁজ রয়েছে।
এ ঘটনায় হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মেহেদি হান্নান ও মেডিকেল অফিসার ডা. হাসিন আহত হন। গুরুতর আহত অবস্থায় ডা. হাসিনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ভালুকা ফায়ার স্টেশনের সিনিয়ার স্টেশন অফিসার আল মামুন জানান, ২ জন নিখোঁজ রয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply