বরিশালের গৌরনদী উপজেলায় ভাগ্নিকে নাভী ও গোপনাঙ্গে গরম খুন্তি দিয়ে ছ্যাকা দেওয়ার অভিযোগ উঠেছে মামির বিরুদ্ধে।
গতকাল বুধবার দিবাগত রাতে শিশুটির মামি শাহনাজ পারভীনকে গ্রেপ্তার করে বরিশালের গৌরনদী থানা পুলিশ।
এ ছাড়া ভুক্তভোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। গত ২১ নভেম্বর বিকেলে শাহনাজ ৪ বছর বয়সী ভাগ্নির নাভী ও গোপনাঙ্গে গরম খুন্তি দিয়ে ছ্যাকা দেন। বিষয়টি জানতে পারলে রাতে পুলিশ শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং শাহনাজ পারভীনকে গ্রেপ্তার করে।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, ভুক্তভোগীর মা-বাবার মধ্যে পারিবরিক কলহ থাকায় তারা একসঙ্গে থাকেন না। সে কারণে শিশুটি উপজেলার বাদামতলী গ্রামে মামার বাড়িতে থাকে। গত ২১ নভেম্বর বিকেলে শিশুটি প্রতিবেশির বাড়িতে খেলতে গেলে রাগ হন তার মামী শাহনাজ পারভীন। পরে শিশুটি ফিরে এলে তার নাভী ও গোপনাঙ্গে ছ্যাকা দেন শাহনাজ।
এ ঘটনায় নির্যাতনের শিকার শিশুটির বাবা বাদী হয়ে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করেছেন বলেও জানান ওসি।
Leave a Reply