ঠাকুরগাঁও পৌর এলাকার গোবিন্দ নগর মুন্সির হাটে এক বৃদ্ধা ভিক্ষুকের ৯ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ সোমবার (১ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে। বৃদ্ধা মহেলা বেগম গোবিন্দ নগর মুন্সির হাট এলাকার মজির উদ্দিনের স্ত্রী।
স্থানীয়রা জানান, মহেলা বেগম দীর্ঘদিন ধরে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করছেন। চুরি বা হারিয়ে যাওয়ার ভয়ে ভিক্ষা করে জমানো টাকা সব সময় তার শাড়ির আঁচলেই বেঁধে রাখতেন তিনি। মহেলা বেগম বলেন, সারা দিন ভিক্ষা করে সোমবার বিকেলে মুন্সির হাটে রাস্তার পাশে বসে টাকাগুলো গুনছিলেন। এমন সময় দুইজন তরুণ তাকে কিল-ঘুষি মেরে প্রায় ৯ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। টাকা হারানোর কষ্ট নিয়ে তিনি আরো বলেন, আমি একজন ভিক্ষুক। অনেক কষ্টে খেয়ে না খেয়ে টাকাগুলো জমিয়েছিলাম চিকিৎসা করানোর জন্য। এখন আমি কি করবো। আমার চিকিৎসা কিভাবে হবে। আমি প্রশাসনের সহযোগিতা চাই। এর বিচার চাই।
এ ব্যাপারে সদর থানার ইনচার্জ তানভিরুল ইসলাম বলেন, ভিক্ষুকের টাকা ছিনতাইয়ের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত খুঁজে বের করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply