ভুয়া সহকারী পুলিশ সুপার (এএসপি) পরিচয়দানকারী সাহাবুদ্দিন আলম শিশির (২৫) নামে এক প্রতারককে আটক করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।
সোমবার (২৮ সেপ্টেম্বর) গাজীপুরের কালিয়াকৈর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানান এটিইউর পরিদর্শক হারুন অর রশিদ।
আটকের সময় তার বাসা থেকে পুলিশের ইউনিফর্ম, এএসপি পদমর্যাদার র্যাংক ব্যাচ উদ্ধার করা হয়।
পরিদর্শক হারুন অর রশিদ জানান, উচ্চ শিক্ষায় শিক্ষিত শিশির নিজেকে এএসপি পরিচয় দিয়ে দেশের বিভিন্ন স্থানে প্রতারণার মাধ্যমে নিরীহ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতেন। তার ব্যবহৃত চারটি ফেসবুক আইডির মাধ্যমে ভুয়া এএসপি পরিচয় দিয়ে প্রতারণার ফাঁদ পাততেন। এসব প্রতারণামূলক কাজে তিনি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের ছবি ব্যবহার করতেন।
এছাড়া, মেয়েদের বিভিন্ন উপকার করার কথা বলে উল্টো ফাঁদে ফেলে বিভিন্নভাবে টাকা আদায় করতেন। তার বিরুদ্ধে যশোর সদর থানায় প্রতারণার মামলা ও রাজধানীর গুলশান থানায় জিডি রয়েছে।
আটক শিশিরের বিরুদ্ধে গাজীপুরের কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply