বিএনপি-জামায়াতের ডাক দেওয়া ৫ম দফা অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে ভূরুঙ্গামারী উপজেলার বাসস্ট্যান্ড সহ আশপাশের এলাকা গুলোতে নিরাপত্তা জোরদারে পুলিশের পাশাপাশি অঙ্গীভূত আনসার সদস্যদের টহল দিতে দেখা গেছে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোর রাত থেকে সন্ধ্যা পর্যন্ত ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড হয়ে সোনাহাট রোড, কুড়িগ্রাম রোড, বাগভান্ডার, তিলাই ও ধলডাঙ্গা রোডের বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশের পাশাপাশি অঙ্গীভূত আনসার সদস্যসহ টহল দেয়।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, পুলিশের পাশাপাশি অঙ্গীভূত আনসার সদস্যসহ বিএনপি ও জামাতের নাশকতা ও সহিংসতা ঠেকাতে এবং নিরাপত্তা জোরদারে টহল দিচ্ছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে আমরা কাজ করে যাচ্ছি।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার, মো: মোর্শেদুল হাসান, পিপিএম জানান, ভূরুঙ্গামারী ও কচাকাটা থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে এবং সামনের দিনগুলিতেও স্বাভাবিক রাখতে যে কোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে পুলিশের বিশেষ টহলের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ নজরদারি অব্যাহত রেখেছে। এছাড়াও পুলিশের কাজে অঙ্গীভূত আনছার সদস্যরাও সহায়তা করছে।
Leave a Reply