ভূরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার বিজিবি ক্যাম্পের আওতাধীন পূর্ব ভোট হাট সীমান্ত দিয়ে অবৈধ পথে সুপারি পারাপারকালে বিএসএফ এর বিস্ফোরক দ্রব নিক্ষেপে আশরাফুল আলম নামের এক ব্যক্তি আহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত ২ ঘটিকার সময় উপজেলার বাগভান্ডার বিজিবি ক্যাম্পের আওতাধীন পূর্ব ভোট হাট সীমান্তের মেইন পিলার ৯৫৮ ভোটহাট এলাকা দিয়ে অবৈধ পথে সুপারি পারাপারের সময় ভারতের কুচবিহারের বার্মিজ ভুতেরহাট খোলা ক্যাম্প (বিএসএফ) এর বিস্ফোরক দ্রব্য নিক্ষেপে এক যুবক আহত হয়েছেন। আহত যুবক ভূরুঙ্গামারী উপজেলার পূর্ব ভোট হাট এলাকার আলী আকবরের পুত্র আশরাফুল আলম। পরে রাতেই এলাকাবাসী বিস্ফোরক দ্রব্য নিক্ষেপে আহত আশরাফুল আলম কে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অনুসন্ধানে আরো জানা যায়, ভূরুঙ্গামারী উপজেলার একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় ৭/৮ জনের একটি গ্রুপ এসব অবৈধ চোরাচালান কাজ চালিয়ে আসছে। এবং এসব চোরাচালানের আয়ের অর্থ ঢুকছে বিভিন্ন দপ্তরের লোকজনের পকেটে। অনেকে আবার এসব ব্যবসায়ীদের লাইন ক্লিয়ার করে দেওয়ার নামে মাসোহারাও খাচ্ছে মাসে মাসে। শুধু সুপারির ব্যবসা নয়, পূর্ব ভোট হাট এলাকার কয়েক টি পয়েন্ট দিয়ে ভারত হতে আসা শাড়ি কাপর বাগভান্ডার বিজিবি ক্যাম্পের আওতাধীন সোনাতলী রোড, জামতলা বাগভান্ডার রোড ও হাসপাতাল রোড দিয়ে অটো যোগে ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন বাড়িতে নিয়ে রেখে দেশের বিভিন্ন জায়গায় বাড়তি দামে বিক্রি করে আসছে চোরাচালানকারী সদস্যরা।
এবিষয়ে বাগভান্ডার বিজিব ক্যাম্প সুবেদারের সাথে কথা হলে তিনি জানান, বিষয় টি আমার জানা নেই খোঁজ নিয়ে জানাতে পারবো।
Leave a Reply