ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলাকালে একটি ভোটকেন্দ্রের সামনে ১৮টি ককটেল বিস্ফোরিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে এগারোটার দিকে রাজধানীর আব্দুল্লাহপুরের মালেক বানু আদর্শ বিদ্যানিকেতন কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ভোটার ও আশাপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় ভোটগ্রহণ কার্যক্রমন স্থগিত হয়নি। তবে ভোটাররা ককটেলের শব্দে কেন্দ্র ছেড়ে যান। এদিকে ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে ভোটের পরিবেশ নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান সন্তোষ প্রকাশ করলেও বিএনপির প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেন তার এজেন্টদের ‘ভয়ভীতি দেখানো হচ্ছে’ বলে অভিযোগ করেছেন।
Leave a Reply