পাথরঘাটায় সন্ত্রাসী হামলায় ভোরের কাগজের প্রতিনিধি আহতের ঘটনায় তীব্র প্রতিবাদে ফেটে পড়েছে সাংবাদিকেরা। বরগুনার পাথরঘাটায় মুখোশধারী সন্ত্রাসী হামলায় ভোরের কাগজ পাথরঘাটা প্রতিনিধি সাংবাদিক অমল তালুকদার আহত হয়েছেন। পৌরসভার ১নং ওয়ার্ডে নিজ ব্যাবসা প্রতিষ্ঠানের নিকটে গতকাল ২৭ জানুয়ারী রাত ৮টা ৪০ দিকে এ ঘটনা ঘটে। পরে সাংবাদিকরা তাকে উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পাথরঘাটা থানার এস আই আরিফ তাৎক্ষণিক ভাবে ঘটনা স্থল পরিদর্শন করেন।
অমল তালুকদার জানান, আমার স্থানীয় কয়েকজন সাংবাদিকদের নিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানে ছিলাম, কিছুক্ষণ পরে বিশেষ প্রয়োজনে আমি দোকানের নিকটস্থ বাসগৃহে যাই। কিছুক্ষণ পরে বাসা থেকে দোকানে আসার পথে ৫-৬ জনের একটি সংঘবদ্ধ মুখোশধারী সন্ত্রাসী বাহিনী আমার ওপর অতর্কিত হামলা চালায়। তখন তাদের উপর্যপুরি আঘাতে আমি মাটিতে লুটিয়ে পড়ি। আমার ডাক চিৎকারে আমাকে বাঁচাতে এগিয়ে আসার আগেই সন্তাসীরা পালিয়ে যায়।
এ ব্যাপারে পাথরঘাটা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ বরগুনা জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও পাথরঘাটা উপজেলা নিার্বাহী অফিসারের সাথে যোগাযোগ করে তাদের ঘটনাটি অবহিত করেছেন।
এদিকে বরগুনার পাথরঘাটায় সন্ত্রাসী হামলায় ভোরের কাগজের প্রতিনিধি আহত হওয়ার ঘটনায় সমগ্র বাংলাদেশে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। হামলার ঘটনার সাথে জড়িতদের তদন্তপূর্বক গ্রেফতারসহ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন পেশাদার সাংবাদিক সমাজ।
Leave a Reply