ভোলায় জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ৩ অক্টোবর, শনিবার ভোলা জেলা আইনজীবী ফোরামের (দক্ষিন ভবন) দিনব্যাপী দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
ভোলা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আনোয়ার হোসেন এর সভাপতিত্বে দ্বি-বার্ষিক সম্মলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক কমিটির সদস্য এডভোকেট আলী হায়দার বাবুল।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসাবে বক্তব্য রাখেন, ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য এডভোকেট এম হেলাল উদ্দিন এবং এডভোকেট মোহাম্মদ উল্লাহ খান জুয়েল, ভোলা জেলা বিএনপির সাধারন সম্পাদক হারুন অর-রশিদ ট্রুম্যান, সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক মোঃ এনামুল হক, ভোলা জেলা আইনজীবী সমিতির সম্পাদক এডভোকেট আলহাজ্ব নূরুল আমিন নূরনবী৷
এসময় আরো বক্তব্য রাখেন , বরিশাল আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট হাবলু, সম্পাদক এডভোকেট আবুল কালাম আজাদ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
অ্যাডভোকেট জাবেদ ইকবালের সঞ্চালনায় সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন, জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছালাউদ্দিন হাওলাদার, আইনজীবী ফোরামের প্রস্তাবিত সাধারণ সম্পাদক ড. আমিরুল ইসলাম বাছেদ, অ্যাডভোকেট কাজী আজম, অ্যাডভোকেট রেজাউল করিম, ভোলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইফতারুল হাসান শরীফ, অ্যাডভোকেট ছালাহউদ্দিন আহমেদ প্রিন্স, অ্যাডভোকেট মো. ইউছুফ প্রমূখ।
Leave a Reply