ভোলা বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ১নং ওয়ার্ড সাজি বাড়ি দরজার হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মো. শাহাদাৎ (১২) পিতা মো. মামুন মাতাব্বর, সাং বড়মানিকা ১নং ওয়ার্ড, উপজেলাঃ বোরহানউদ্দিন, বর্ণনাঃ উচ্চতাঃ ৪ ফুট ১ ইঞ্চি, গায়ের রং ফর্সা, পড়নে লুঙ্গি ও গায়ে কপি কালারের পাঞ্জাবি ছিল।
ছাত্র মো. আব্দুর রহমান (১৪) পিতাঃ অজিউল্ল্যাহ সরদার, সাং দাসের হাট ৬নং ওয়ার্ড, উপজেলাঃ মনপুরা, উভয় জেলাঃ ভোলা, বর্ণনাঃ উচ্চতাঃ ৪ ফুট ২ ইঞ্চি, গায়ের রং ফর্সা, পড়নে লুঙ্গি ও গায়ে ফেস্ট কালার পাঞ্জাবি ছিল।
ওই দুই ছাত্র গত ১৯-০৯-২০২০ তারিখ ফজরের নামাজ পড়তে আসে। সকলে যখন ফরজ নামাজ রত ছিল ওই দুই ছাত্র কৌশলে মসজিদ হতে পালিয়ে যায়।
অনেক খোজা খোজা করে না পেয়ে অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক মাও. মো. ইব্রাহীম বোরহানউদ্দিন থানায় একটি সাধারণ ডায়েরী করেন, যার নং ৯২৭, তারিখ ২২-৯-২০২০। যদি কেউ তাদের সন্ধ্যান দিতে পারেন অত্র মাদ্রাসার শিক্ষকের ০১৭৮২০৭৬৭০৪ এই মোবাইল নাম্বারে জানানোর জন্য অনুরোধ করেন শিক্ষক ও অভিভাবক বৃন্দ।
Leave a Reply