কোভিড-১৯ মহামারি ও জলবায়ু পরিবর্তনের হুমকি বৃদ্ধি এবং ক্ষুধার কারণে বিশ্বব্যাপী লাখ লাখ মানুষ মৃত্যুর ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক বার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস।
বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদের খাদ্য ও নিরাপত্তাবিষয়ক বৈঠকে ভবিষতের ভয়াবহতা উল্লেখ করে তিনি বলেন, পরিস্থিতির যদি উন্নতি না ঘটে তাহলে সামনে আমাদের জন্য ভয়াবহ দিন অপেক্ষা করছে।
এক বৈঠকে গুতেরেস বলেন, ‘তাৎক্ণিক পদক্ষেপ না নিলে লাখ লাখ মানুষ ক্ষুধা ও মৃত্যুর মুখে পড়বে।’
তিনি জানান, সাহেল, হর্ন অব আফ্রিকা, দক্ষিণ সুদান, ইয়েমেন এবং আফগানিস্তান সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। এছাড়া, ৩৬টিরও বেশি দেশের তিন কোটি মানুষ দুর্ভিক্ষ ঘোষণা থেকে ‘মাত্র এক পা দূরে রয়েছে’।
জাতিসংঘ মহাসচিব ৫৫০ কোটি ডলার জরুরি সহায়তার আবেদন করে বলেন, বর্তমান এ সংকট আমাদের দ্বারাই সৃষ্টি হয়েছে। এ কারণে এ থেকে উত্তরণে আমাদেরই এগিয়ে আসতে হবে। এ বিপর্যয় এড়াতে আমাদের শক্তিশালী টাস্কফোর্স চালু করতে হবে। এখন আমরা শুধু বিষয়টি অনুধাবন করতে পারছি কিন্তু একটা সময় আসবে যখন আর অনুভব নয়, চরম অবস্থার শিকার হতে হবে।
Leave a Reply