১৯৭০ সালের ১২ নভেম্বর ভয়াল আজকের এই দিনে বৃহত্তর নোয়াখালীতে পায় ১০ লক্ষ নারী পুরুষ ও শিশুসহ এই বন্যায় নিহত হয়ছে তাই উপকূল সমস্যা সংকট সম্ভাবনা ও নিহতদের স্বরনে উপকূল ফাউন্ডেশন উপকূল দিবস হিসেবে দীর্ঘদিন থেকে রাষ্ট্রিয় স্বীকৃতির দাবি করে আসছে । উপকূল ফাউন্ডেশন নোয়াখালী জেলা ইউনিটের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করে ।
তারা জানান, উপকূলীয় মানুষের কাছে সবচেয়ে সরণীয় ১৯৭০ সালের ১২ এই দিনটি , তারা আরও বলেন বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের উপকলে দূর্যোগ সৃষ্টি হচ্ছে এই গুলো সর্ম্পকে মানুষকে সচেতন করে তুলতে এই দিবসের অনেক বেশি গুরুত্ব। ৭০ এর ভয়াল নভেম্বরের ঘূর্ণিঝড়টিকে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়স্কর প্রাণঘাতি হিসেবে উল্লেখ করেছে,তাই ঢাকাসহ দেশব্যাপী এই দিন টিকে উপকূল দিবসে রাষ্ট্রিয় স্বীকৃতির দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপকূল ফাউন্ডেশন নোয়াখালী জেলা ইউনিটের সদস্য ফেরদৌস নেওয়াজ আদনান,শাহ্ আব্দুল্লাহ বাকী,আবির মোহাম্মদ সজল,আরিয়ান রুবেলসহ অনেকে।
Leave a Reply