রাজধানীর মগবাজার রেলগেইটে ট্রেনে কাটা পড়ে মেজবাহ উদ্দিন (২৫) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
মেজবাহ ঢাকা কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র। সন্ধ্যা সাড়ে ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী জানান, সন্ধ্যার দিকে মগবাজার হয়ে ট্রেনটি কমলাপুরের দিকে যাচ্ছিল। এ সময় ট্রেনে কাটা পড়ে মেজবাহ উদ্দিন ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ জানায়, মেজবাহ ঢাকা কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে মাস্টার্সে পড়তেন। কীভাবে ট্রেনে কাটা পড়ে মেজবাহ উদ্দিন মারা গেছেন তা জানার চেষ্টা চলছে।
Leave a Reply