পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় সোনাখালী মুন্সী আঃ কাদের মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক দেলোয়ার হোসেনের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বৃহস্পতিবার (১৭ মার্চ) মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সোনাখালী মুন্সী আঃ কাদের মাধ্যমিক বিদ্যালয়ে ২০২২ সালের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে প্রতিষ্ঠাতা সদস্য ও দাতা সদস্যদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরই জের ধরে শিক্ষক দেলোয়ার হোসেনকে পক্ষপাতিত্ব করার দোষ দিয়ে স্কুল চলাকালীন সময়ে মিল্টন নামে এক যুবক অফিসে এসে তাকে হুমকি দেয়। এর দুই দিন পরেই এ হামলার ঘটনা ঘটে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহাঃ নূরুল ইসলাম বাদল জানান, হুমকি ও হামলার ঘটনা খতিয়ে দেখে ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেপ্তার করা হবে।
Leave a Reply