রাজধানীর সাতটি স্থানে বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুর থেকে বিকেলের মধ্যে এসব আগুন লাগার ঘটনা ঘটে। তবে কী কারণে এ আগুন লেগেছে, তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার বিকেলে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাসেল শিকদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘প্রথম আগুনের ঘটনা ঘটে শাহজাহানপুরে একটি বাসে। এরপর কাঁটাবন, মতিঝিলের মধুমিতা সিনেমা হলের কাছে, গুলিস্তানে গোলাপ শাহ মাজার এলাকা, বংশালের নয়াবাজার, প্রেসক্লাবের কাছে বাসে আগুন দেওয়া হয়। প্রতিটি ঘটনায় ফায়ার সার্ভিস আগুন নেভানোর কাজ করেছে।’
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, ‘সবশেষ বিকেলে ৪টা ৪০ মিনিটে রাজধানীর নর্দ্দা এলাকায় বাসে আগুন লাগার খবর পেয়ে আমাদের একটি ইউনিট আগুন নেভানোর জন্য পাঠানো হয়েছে।’
Leave a Reply