সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় একটি মসজিদের পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল ৮টার দিকে মরদেহ দুটি ভেসে উঠে। উপজেলার বাঘা ইউনিয়নের রুস্তুমপুর গ্রামে ঘটনাটি ঘটে।
মারা যাওয়া দুই শিশু হলো- তাউসিফ আহমদ (৬) ও আলামিন আহমদ (৭)।
স্থানীয় বাসিন্দা সাবুল হোসেন জানান, তাউসিফ আহমদ রুস্তমপুর গ্রামের সাবেক মেম্বার ফয়জুর রহমানের ছেলে ও আল আল আমিন আহমদ একই গ্রামের কবির মিয়ার ছেলে। শনিবার (৩১ অক্টোবর) বিকালে তারা বাড়ির পাশে মাছ শিকার দেখতে গিয়ে আর ফিরেনি৷ এরপর অনেক খোঁজাখুঁজির পর তাদের সন্ধান মেলেনি। রোববার সকাল ৮ টায় রুস্তমপুর গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদের পুকুরে ঐ দুই শিশুর মরদেহ ভেসে উঠতে দেখেন স্বজনরা। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গোলাপগঞ্জ থানার ওসি আব্দুর রাজ্জাক খান বলেন, স্বজনদের সঙ্গে কথা বলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
Leave a Reply