নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা প্রশাসন আয়োজিত মহান শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ জিমনেসিয়ামে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াঙ্কা দেবী পালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবসরপ্রাপ্ত পরিসংখ্যানবিদ আরশাদ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, অহিদুল ইসলাম গকুল চেয়ারম্যান উপজেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায়, মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুল হক, পৌর মেয়র ইউসুফ আলী, সহকারী ভূমি কমিশনার নিশাত আনজুম অন্যন্যা।
এসময় বক্তারা বলেন, আমাদের মাতৃভাষা বাংলা কে বুকে ধারণ করে ১৯৫২’র ভাষা আন্দোলনের ইতিহাস জানতে হবে। ভাষা আন্দোলনের ইতিহাস আগামী প্রজন্মদের জানাতে হবে। আজকের এই মহান দিবস অন্যান্য ভাষা ও সাংস্কৃতিকে সম্মান করতে শেখায়। আমাদের মাতৃভাষার প্রতি শ্রদ্ধা রেখে অন্যান্য ভাষাকেও সম্মান দেখাতে হবে।
এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, নাটোর জেলা আ’লীগের সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক ইউনুস আলী, নূরুল ইসলাম ঠান্ডু সহ-সভাপতি উপজেলা আ’লীগ, উপজেলা মহিলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য সাবিনা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে হয়ে যাওয়া স্কুল পর্যায়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।
সন্ধ্যার পরে উপজেলা শিল্পকলা একাডেমি সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশনা করেন।
Leave a Reply