করোনাভাইরাস শনাক্তের হার ঊর্ধ্বমুখী হওয়ায় মাগুরা শহরে লকডাউন ঘোষণা করা হয়েছে।
রোববার (১৩ জুন) এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে জেলা প্রশাসক ড. আশরাফুল আলম এ আদেশ প্রদান করেছেন।
জেলা প্রশাসক স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, লকডাউন চলাকালে জরুরি পরিষেবা ছাড়া শহর এলাকায় সব যান চলাচল বন্ধ থাকবে। সন্ধ্যা ছয়টার পর ওষুধ, খাবারের দোকান ছাড়া দোকান ও বিপণিবিতান বন্ধ রাখতে বলা হয়েছে।
মাগুরা সিভিল সার্জন ডা. শহীদুলাহ দেওয়ান জানান, মাগুরায় এ পর্যন্ত মোট ১ হাজার ৭২৬ নারী-পুরুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে শুধুমাত্র আজ রোববার (১৩ জুন) একদিনে আক্রন্ত হয়েছেন ১৭ জন।
Leave a Reply