মাদারীপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও আরও একজন আহত হয়েছেন।
বুধবার রাত ৮টার দিকে মাদারীপুরের ডাসারের ভাঙ্গা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সোহান হাওলাদার (১৮) এবং আবদুর রহমান (৩০ )। তারা স্থানীয় বালিগ্রামের কর্ণপাড়া এলাকার বাসিন্দা।
ডাসার থানার ওসি মুহাম্মদ আবদুল ওহাব জানান, একজন ঘটনাস্থলেই মারা গেছেন। আর দুজনকে আহত অবস্থায় ফরিদপুর নেওয়া হয়। সেখানে রাতে চিকিৎসাধীন আবদুর রহমান মারা গেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার থানার বালিগ্রাম এলাকার পান্তাপারা ও ভাঙ্গা ব্রিজের মাঝামাঝি স্থানের ইসাবেলা তেলের পাম্পের সম্মুখে বরিশালগামী একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক সোহান হাওলাদার নিঠুর ঘটনাস্থলেই নিহত হন। আর মারাত্মক আহত হন দুজনকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। তাদের অবস্থার অবনতি হলে সেখান থেকে জরুরিভাবে ফরিদপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।
Leave a Reply