করোনার প্রথম ঢেউতে দিশেহারা স্বল্প আয়ের মানুষের পাশে বন্ধুর বেশে প্রশস্ত মনে উদার হস্তে দান-সহযোগিতার মাধ্যমে মানুষের হৃদয় জয় করেছেন সুবর্ণচরস্থ ৩নং চরক্লার্ক ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মো. বেলাল উদ্দিন।
তিনি কেরামতপুর গ্রামে শান্তি প্রিয় পরিবেশে ১/১০/১৯৮০ সালে এক শুভক্ষণে জন্ম গ্রহণ করেন। সরল প্রকৃতির, প্রজ্ঞায় অনন্য মো. বেলাল উদ্দিন এর পিতা হাজ্বী আলি হোসেন এবং মাতা রেশমা খাতুন।
কাজের প্রতি ভালোবাসা মানুষকে বড় করে তার একটি উজ্জ্বল উদাহারণ মো. বেলাল উদ্দিন। তিনি আর্থীকভাবে স্বচ্ছল হলেও অহংকার তাকে স্পর্শ করতে পারেনি। সদা বিনয়ী মো. বেলাল উদ্দিন বিগত দশ বছর ধরে নীরবে নিভৃতে বিভিন্ন ধর্মী প্রতিষ্ঠানে সহযোগিতা, চিকিৎসা সহায়তা, দরিদ্র মেয়ের বিয়ের ক্ষেত্রে আর্থীক সহায়তা সহ নানাবিধ ইতিবাচক ক্ষেত্রে তিনি অবদান রেখেছেন।
মো. বেলাল উদ্দিন রাজনীতিতে আওয়ামী লীগ এর একজন কর্মী হলেও মানুষের প্রতি আন্তরিক ব্যবহার ও সততার কারণে তিনি অন্যান্য দলের লোকজনের নিকটও সমান জনপ্রিয়।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি ৩নং চরক্লার্ক ইউনিয়নের ৫নং ওয়ার্ড হতে তালা প্রতীক নিয়ে মেম্বার পদ প্রার্থী। করোনা ভাইরাসের ২য় ঢেউ’র কারণে নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত রেখেছেন।
এ প্রতিবেদককে মো. বেলাল উদ্দিন বলেন, আমি হৃদয়ের সমস্ত ভালোবাসা দিয়ে মানুষকে ভালোবাসি। মানুষের কল্যাণে কাজ করতে আমার ভালো লাগে। আমার একান্ত ইচ্ছা সব সময় মানুষের সুখে এবং দুঃখে পাশে থাকা। মানুষের ভালোবাসার মাঝে বেঁচে থাকতে চাই।
Leave a Reply