সংশয়
মোঃ মামুন মোল্লা
সেই দিন তোমায় প্রথম দর্শন
আজ তোমায় হৃদয়ে ঠাঁই দিয়েছি,
তোমার সাথে রোজ ভিন্ন কথার ছড়াছড়ি ,
কিন্তুু ঠিক কথা বলতে ভিষণ সংশয়!
তবুও শতো বাঁধা পেরিয়ে পথ চলেছি ;
তোমার দেখানো পথে,
যদি তুমি আসো সংশয়ের কপাট ভেঙে?
আশায় আশায় কাল কেঁটে যায়,
সেই যে দিন আর এলো না,
শত স্মৃতি মাউন্ট এভারেস্টের শীর্ষের মতো হইলো হৃদয়ে বন্ধন,
ভুলিতে নাহি পারি!
বলি তোমায় সবি খুলি,
হৃদয়ে ঠাঁই দিয়েছি হালিমা,
কি উত্তর দিবে আছি মহা সংশয়?
Leave a Reply