মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের একাধিক কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় হাইকমিশন ১ থেকে ১০ জানুয়ারি বন্ধ ঘোষণা করা হয়েছে। এসময় দেশটির সরকারি বিধিনিষেধ অনুযায়ী, হাইকমিশন ও কুয়ালামপুরের ভিসা সেন্টারটির সবধরনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) হাইকমিশন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হাইকমিশন ও আম্পাংয়ের ভিসা সেন্টারও বন্ধ থাকবে। তবে হাইকমিশন খোলার পর আবার সেবা চালু হবে। ইতোমধ্যে যারা নতুন অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন তাদের আবার নতুন করে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে না।
এক্ষেত্রে ১০ জানুয়ারির নিকটতম সময়ে নতুন অ্যাপয়েন্টমেন্টের দিন পুনরায় নির্ধারণ করে যথাসময়ে জানানো হবে। পূর্বের ঘোষণা অনুযায়ী, ২ এবং ৩ জানুয়ারি থেকে মালয়েশিয়ার জহুর বারু প্রদেশে পাসপোর্ট ডেলিভারি সেবার কার্যক্রম চালু থাকবে।
Leave a Reply