ইয়ামিন নামে এক লম্পট মাসের পর মাস ধর্ষণের শিকার হয়ে এক প্রবাসীর স্ত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এ ঘটনায় ওই অন্তঃসত্ত্বা গৃহবধূ বাদী হয়ে শুক্রবার (২৩ অক্টোবর) রাতে রামপাল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ইয়ামিনের নামে মামলা করেছেন।
পুলিশ মামলা দায়েরের পর ইয়ামিনকে গ্রেফতারে অভিযান শুরু করেছে। রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল আলম জানান, বাগেরহাটের রামপাল উপজেলার তালবুনিয়া গ্রামরে প্রবাসী বেলাল হোসেন জীবিকার তাগিদে ভারতে যান। সেখানে সে প্রায় এক বছর ৭ মাস অবস্থান করাকালে সুযোগ পেয়ে একই এলাকার মতিয়ার শেখের ছেলে লম্পট ইয়ামিন গত ৫ জানুয়ারি রাত ১১ টায় ওই গৃহবধূকে মুখে গামছা বেঁধে ধর্ষণ করে।
এ সময় ওই গৃহবধূর নগ্ন ছবি ইয়ামিন তার মোবাইলে ধারণ করে। পরে ওই ভিডিও ইন্টানেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মাসের পর মাস এভাবে তাকে র্ধষণ করে। এতে ওই প্রবাসীর স্ত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। ৮ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়া ওই প্রবাসীর স্ত্রী এ ঘটনায় শুক্রবার রাতে রামপাল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষক ইয়ামিনের নামে মামলা করেছেন। প্রবাসীর স্ত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ইয়ামিনকে গ্রেফতারে অভিযান চলছে।
Leave a Reply