বাগেরহাটের মোরেলগঞ্জ মায়ের কোল থেকে শিশুকে চুরি করে হত্যার ঘটনায় বাবাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে হত্যার কথা স্বীকার করেছে ৩ জনই।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ঐ শিশুটির বাবা সুজন খান, তার ভাই রিপন খান ও ভগ্নিপতি হাসিবকে আটক করে পুলিশ। তাদেরকে আজ আদালতে হাজির করার কথা রয়েছে।
বুধবার ভোরে বাড়ির পাশের পুকুর থেকে ১৭ দিনের শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। সোমবার রাতে ঘুমন্ত শান্তা আক্তারের কাছ থেকে চুরি হয় শিশুটি। এ ঘটনায় দাদা আলী হোসেন বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় মামালা করেন।
Leave a Reply