জ্যোস্নার হাসি কাননা
মেহেরুন লুনা
দেখো চাঁদের দিকে, কত যে কষ্ট তাঁর বুকে—–_
কখনো কালো মেঘে ঢেকে যায়,
কখনো সে জ্যোস্না হারায়
তবুও জ্যোস্না ছড়িয়ে সে হাসে
কারণ সে আকাশ কে ভালোবাসে
কেউ যদি অভিমানে তোমার সাথে
কথা না বলে,বুঝে নিবে সে তোমায় মিস করে ——-আর কেউ যদি না দেখে কাঁদে
বুঝে নিবে সে তোমায় ভীষণ ভালোবাসে।
Leave a Reply