নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ৮নং মোহাম্মদপুরের ২ নং ওয়ার্ডে অবস্থিত মোস্তান নগর (মোস্তফা বাজার) এ বুধবার (৭ জুন) বিকাল ৪ টায় মিনি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ফাইনাল ম্যাচটি ডা. আব্দুর রহিমের সঞ্চালনায়ও জামাল মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মিজানুর রহমান জিয়া, বিশিষ্ট ব্যবসায়ীঃ মোঃ রাসেদ ব্যাপারী,মাজহারুল সওদাগর আশ্রাব উদ্দিন বাবলু,মোঃ মানিক সহ প্রমুখ।
উক্ত মিনি ফুটবল টুর্নামেন্টে ১৬ টি দল অংশ গ্রহন করেছে যার মধ্যে ফাইনাল ম্যাচে ৪ গোলে নুর উদ্দীন বাজার কে হারিয়ে আক্তার মিয়ার হাট সাথী একাদশ জয়ী হয়েছে।
খেলা চলাকালে কয়েক দর্শক জানায়- আমাদের গ্রাম অঞ্চলে এতো সুন্দর একটি খেলা হচ্ছে শুনে আমরা শত কাজ ছেড়ে খেলাটা দেখতে আসছি।
খেলার দাতা সদস্যরা ওমর ফারুক ও হানিফ জানায় – আমরা নতুন নতুন খেলোয়াড় তৈরি করার জন্য এই টুর্নামেন্টের আয়োজন করছি এবং সফল ভাবে শেষ করতে সক্ষম হয়েছি।
উক্ত খেলাটি দেখার জন্য দুরদুরান্ত থেকে বহু দর্শকের আগমন হয়েছে।
Leave a Reply