মৌলভীবাজারের কমলগঞ্জে অভিযান চালিয়ে ১৮ শ’৮৭ পিস ইয়াবাসহ এক যুবকে-কে আটক করেছে র্যাব। গতকাল শনিবার এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের র্যাব -৯ এর সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প)’র একটি আভিযানিক দল মেজর আহমেদ নোমান জাকির নেতৃত্তে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার ইসলামপুর গুলের হাওর এলাকায় অভিযান পরিচালনা করা হয় শনিবার রাতে। এসময় ১৮ শ’৮৭ পিস ইয়াবাসহ চাম্পারায় গ্রামের শুকচান মুন্ডার ছেলে রবিন মুন্ডা (১৯) কে আটক করে র্যাব। পরে তাকে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
Leave a Reply