যশোরের মণিরামপুরে মুকুল হোসেন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার শিরিলি মদনপুর গ্রামে ঘটনাটি ঘটে।
মণিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) শিকদার মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় ইউপি সদস্য শফিয়ার রহমান জানান, রাত ১০টার দিকে দুর্বৃত্তরা মুকুলকে এলোপাতাড়ি কুপিয়ে মদনপুর কবরস্থানের পাশে ফেলে যায়। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মুকুলকে মৃত ঘোষণা করেন।
মণিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) শিকদার মতিয়ার রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় কোন্দলে মুকুল খুন হয়েছে বলে জানা গেছে।
Leave a Reply