যশোরে কাভার্ড ভ্যানের চাপায় বাবা নিহত ও ছেলে গুরুতর আহত হয়েছেন।
আজ শুক্রবার (২৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের হুদারাজাপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নয়ন মোল্লা (৫২) যশোর সদর উপজেলার খিতিবদিয়া গ্রামের মৃত হাবিবুর রহমান মোল্লার ছেলে। আহত জাফর মোল্লা (২০) মৃত নয়ন মোল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, শুক্রবার সকালে নয়ন মোল্লা ও জাফর মোল্লা মোটরসাইকেলে খাজুরার একটি ইটভাটায় ইট দেখতে যান। ফেরার পথে যশোর-মাগুরা মহাসড়কের হুদারাজাপুর মোড়ে বিপরীতমুখী একটি কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলকে চাপা দেয়।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক নয়ন মোল্লাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত জাফরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ওসি মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply