যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃত্যু আড়াই আড়াই হাজার মানুষের মৃত্যু হয়েছে। এতে মোট মৃত ৩ লাখ ২৩ হাজার ৪শ জন।
যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত এক কোটি আশি লাখ ৭৭ হাজারের বেশি। এরইমধ্যে দেশটির ২ লাখ ৭২ হাজার নাগরিককে ফাইজার-বায়োএনটেকের টিকা দেয়া হয়েছে। আর শীর্ষ একজন স্বাস্থ্য কর্মকর্তা বলেছেন, ওই টিকা প্রয়োগে গুরুতর কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। যাদের এলার্জির ইতিহাস আছে, তাদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী টিকা নিতে বলেছেন তিনি।
এদিকে চীনা কর্মকর্তারা জানিয়েছেন, গেল জুলাই থেকে ১০ লাখ নাগরিককে দেশে তৈরি টিকা দেয়া হয়েছে। তাদের দাবি, টিকা নেয়ার পর এখন পর্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায় কাজ করা ৬০ হাজার মানুষের মধ্যে কোন সংক্রমণ দেখা যায়নি।
এছাড়া ভারতে করোনা সংক্রমণ এক কোটি ছাড়িয়ে গেছে। আর একদিনে ৩৪২ জনের মৃত্যুতে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে ১ লাখ ৪৫ হাজারের বেশি।
Leave a Reply