রুশ সীমান্তের কাছে আমেরিকা ও ব্রিটেন কর্তৃক ক্ষেপণাস্ত্র মোতায়েন অব্যাহত থাকলে তাদের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়ার হুশিয়ারী দিয়েছে রাশিয়া।
সোমবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা এক বিবৃতিতে এই হুঁশিয়ারী উচ্চারণ করেন।
তিনি জানান, আমেরিকা ও ব্রিটেনের পক্ষ থেকে সামরিক শক্তি বৃদ্ধির গতি বেড়েছে। এতে শুধু পরিস্থিতিকে অবনতিশীল করার ঝুঁকিই বাড়াবে। একইসঙ্গে পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে যে হুমকি সৃষ্টি হচ্ছে তার মোকাবেলায় সামরিক পদক্ষেপের সম্ভাবনা রয়েছে।
এশিয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমেরিকা ও ব্রিটেন যে স্বল্প এবং মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে তাকে সংঘাত ছড়িয়ে পড়ার মারাত্মক অবস্থা হিসেবে উল্লেখ করেছে রাশিয়া। তারা মনে করছে এটি যে কোন সংঘাত বাড়ানোর পক্ষে কাজ করবে।
সম্প্রতি পেন্টাগনের কয়েকটি বিবৃতিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনার কথা তুলে ধরা হয়েছে। ব্রিটেনও এই পরিকল্পনায় যুক্ত হয়েছে বলে জানিয়েছে মস্কো।
Leave a Reply