মহানগর যুবলীগ এর আগামী ২৬ সেপ্টেম্বর রাজশাহী মহানগর যুবলীগের সম্মেলন। নাহিদ আক্তার নাহান এ সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রত্যাশি। সম্মেলন উপলক্ষে তার সমর্থকরা মহনাগরীর বিভিন্ন সড়কের মধ্যভাগের রেলিং এবং লাইট পোস্টে ব্যানার ও ফেস্টুন সাটান। গত সোমবার পর্যন্ত মহানগরীর আম চত্বর প্লেন চত্বর গৌরহাঙ্গা, বিন্দুর মোড়, নিউমার্কেট, রাণীবাজার এবং ফায়ারব্রিগেড সিএনবি বহরমপুর রেল ক্রসিং মোড়সহ বিভিন্ন এলাকায় সাটানো ব্যানার ও ফেস্টুনের সৌন্দর্যে ছেয়ে গেছে মহানগরী। যে কারনে রাজশাহী মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক পদে যোগ্য প্রার্থী নাহিদ আক্তার নাহান।প্রায় ৩০ বছর ধরে রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে সুপরিচিত একটি নাম নাহিদ আক্তার নাহান। পারিবারিকভাবে আওয়ামী পরিবারে বেড়ে উঠা ও ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতিতে নাম লেখানো এ রাজনীতিবিদ আসন্ন ২৬ শে সেপ্টেম্বর রাজশাহী মহানগর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সাধারন সম্পাদক পদে লড়ছেন। নগর যুবলীগের সাধারণ সম্পাদক হিসাবে নাহিদ আক্তার নাহানেই ভরসা করছে নগর যুবলীগের একাধিক নেতাকর্মীরা।জানা গেছে, নাহিদ আক্তার নাহান ছাত্রলীগ করা অবস্থায় তিনি ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলেন। ২০০৩ সালে রাজশাহী মহানগর ছাত্রলীগের কার্যকরী কমিটির সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০৪ সালে যুবলীগে যোগ দিয়ে মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। ১২ বছর সেই কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। ২০১৬ সালে তিনি রাজশাহী মহানগর যুবলীগের সাধারন সম্পাদক পদে লড়ে হেরে যান। এর পর তাকে যুবলীগের কোন দলীয় পদেও রাখা হয়নি তবুও যুবলীগের প্রত্যেকটি প্রোগ্রামে তার ভূমিকা ছিল চোখে পড়ার মতো । এবার তিনি আবারো সাধারন সম্পাদক পদ প্রার্থী হয়েছেন।রাজশাহী মহানগর যুবলীগের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে কথা বলে জানা গেছে, নাহিদ আক্তার নাহান যুবলীগের সাবেক সফল সাংগঠনিক সম্পাদক। বর্তমানে নগর যুবলীগ কে গতিশিল করতে ত্যগী ও যোগ্য সাধারণ সম্পাদক হিসাবে নাহিদ আক্তার নাহানেই ভরসা করছেন তারা। নাহান সাধারণ সম্পাদক নির্বাচীত হলে মহানগর যুবলীগ যেমন হবে শক্তি শালি ও সু সংগঠন। সেই সাথে মেয়র লিটন ভাই এর হাত কে শক্তিশালি করতে সাধারণ সম্পাদক হিসাবে নাহিদ আক্তার নাহানের বিকল্প সাধারণ সম্পাদক প্রর্থী দেখছি না কাউকে।সাধারণ সম্পাদক পদপ্রার্থী মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান জানান, তিনি এ পদের জন্য নিজেকে যোগ্য মনে করেন। কেননা তিনি তৃণমূলের রাজনীতি থেকে উঠে এসেছেন। তিনিসহ তার পরিবার বঙ্গবন্ধুর আর্দশকে বুকে ধারণ করে আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত। তিনি এ পদে নির্বাচিত হলে সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামানসহ আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করবেন।
Leave a Reply