নয়টি সাংগঠনিক বিভাগের জন্য ৯ জন সাংগঠনিক সম্পাদকের মাঝে দায়িত্ব বন্টন করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। পাশাপাশি যুগ্ম সাধারণ সম্পাদকদের সাংগঠনিক সম্পাদকদের সাথে দুটি করে বিভাগের দায়িত্ব বন্টন করা হয়েছে।
মঙ্গলবার ( ১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৭ম জাতীয় কংগ্রেসের পর যুবলীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের প্রেসিডিয়াম সদস্যদের প্রথম ভার্চুয়ালি সভা শেষে এ দায়িত্ব দেওয়া হয়।
যুবলীগের ৭ম কংগ্রেসে চেয়ারম্যান করা হয় শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিল দায়িত্ব পান।
যুবলীগের সাংগঠনিক বিভাগের দায়িত্ব প্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিকরা হলেন-
বরিশাল বিভাগ- যুগ্ম সাধারণ সম্পাদক, বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক কাজী মাজহারুল ইসলাম।
রাজশাহী বিভাগ- যুগ্ম সাধারণ সম্পাদক- বিশ্বাস মুতিউর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক ডা, হেলাল উদ্দিন।
চট্টগ্রাম দক্ষিণ বিভাগ- যুগ্ম সাধারণ সম্পাদক, শেখ নাঈম, সাংগঠনিক সম্পাদক, মো. সাইফুর রহমান সোহাগ।
চট্টগ্রাম উত্তর বিভাগ- যুগ্ম সাধারণ সম্পাদক শেখ নাঈম, সাংগঠনিক সম্পাদক, মশিউর রহমান চপল।
ঢাকা উত্তর বিভাগ- যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল আলাম জোয়ার্দার সৈকত, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খসরু, রংপুর বিভাগ- যুগ্ম সাধারণ সম্পাদক মুতিউর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল পারভেজ।
ঢাকা দক্ষিণ বিভাগ- যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক আবু মনির মো. শহিদুল হক রাসেল।
খুলনা বিভাগ- যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক শামীম আল সাইফুল সোহাগ।
সিলেট বিভাগ- যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল আলম সৈকত জোয়ার্দার, সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. রেজাউল কবির।
যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় সাংগঠনিক বিভাগের দায়িত্ব বন্টনসহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন সংক্রান্ত কর্মসূচি প্রণয়ন কমিটি, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রকাশনা-পুস্তিকা-বুকলেট প্রকাশ সংক্রান্ত কমিটি, বাজেট প্রণয়ন কমিটি গঠনসহ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
Leave a Reply