কাপ্তাই রাইংখিয়ং খাল সহ বিভিন্ন স্থান দিয়ে প্রতিদিন অবৈধ কাঠ পাচার চলছে। কিছু চোরাই কাঠব্যবসায়ীর সাথে কাপ্তাই রাইংখিয়ং বনশুল্ক ও পরীক্ষণ স্টেশনের কর্মকর্তাদের যোগসাজশে বিনা বাধায় চলছে বাঁশ-কাঠ পাচার। এতে পার্বত্য চট্টগ্রামের দক্ষিণ বনবিভাগের হাজার হাজার একর বনায়নকৃত এলাকা বৃক্ষশূন্য হয়ে পড়ছে। চোরাইপথে মূল্যবান কাঠ পাচার হওয়ায় সরকার বছরে লাখ লাখ টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।
স্থানীয় হেডম্যান কার্বারিদের সূত্রে জানা যায়, মাঠপর্যায়ে বন কর্মচারী-কর্মকর্তাদের দায়িত্বে অবহেলা ও অবৈধ অর্থলিপ্সার কারণে প্রতিদিন বিভিন্নভাবে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের কাপ্তাই রেঞ্জ, কর্ণফুলী রেঞ্জ, আলী খিয়ং রেঞ্জ, ফারুয়া রেঞ্জ, কুতুবদিয়া রেঞ্জ, তিনকোনিয়া রেঞ্জসহ সংরক্ষিত বনাঞ্চল থেকে আহরিত কাঠ কাপ্তাই রাইংখিয়ং খালের নৌপথে খাল এবং কাপ্তাই সড়ক পথে দিয়ে পাচার হচ্ছে।
Leave a Reply