রাঙামাটির জুরাছড়ি উপজেলায় পাত্তরমনি চাকমা (৬৩) নামের ষাটোর্ধ্ব এক গ্রাম্য প্রধানকে (কার্বারি) গুলি করে হত্যা করেছে অজ্ঞাতনামা সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসীরা।
রোববার (১৩ জুন) দিবাগত রাত পৌনে ৯টার সময় জুড়াছড়ি উপজেলাধীন ১নং জুরাছড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের লুলংছড়ি এলাকায় নিজ বাড়িতে সন্ত্রাসীরা তাঁকে গুলি করে হত্যা করে বলে পুলিশ জানিয়েছে।
জুড়াছড়ি থানার অফিসার ইনচার্জ মো. শফিউল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমিসহ থানা পুলিশের একটি টিম নিহতের লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছি। সেখান থেকে ফিরে আসলে বিস্তারিত জানানো যাবে।
এদিকে স্থানীয় একটি সূত্র জানিয়েছে, নিহত পাত্তরমনি চাকমা একটি অস্ত্র মামলার সাক্ষী হিসেবে ছিলেন। চলতি বছরের গত ১৪ মার্চ নিরাপত্তা বাহিনীর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করেছিলো। সেদিনের সেই ঘটনায় দায়েরকৃত অস্ত্র মামলায় পাত্তরমনি চাকমা প্রত্যক্ষ সাক্ষী ছিলেন। এই সাক্ষীর থাকার কারণেই উপজাতীয় অস্ত্রধারী সন্ত্রাসীরা পাত্তরমনিকে গুলি করে হত্যা করে।
Leave a Reply