তেজগাঁও কলেজ শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি নূরে আলম সিদ্দিকী টিটু সহ সকল কারাবন্দিদের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল। আজ সোমবার (১৫ মার্চ) রাজধানীর ফার্মগেট এলাকায় তেজগাঁও কলেজ ছাত্রদলের আহ্বায়ক প্রার্থী মো. সোহেল রানা এবং সদস্য সচিব প্রার্থী মো. বেলাল হোসেন খান এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন- তেজগাঁও কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মো. সালাউদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল রানা, সেলিম হোসেন ইমরান, আসিফ ইকবাল, জুনায়েদ ভূইয়া, আব্দুর রহমান রকি, রাজু, নাজমুল হুদা, মো. সুজন মিয়া, মো. মমিন খান, শাকিল ও ইরফান আহমেদ সেজান সহ শতাধিক নেতৃবৃন্দ।
Leave a Reply