ঢাকা-১৮ ও সিরাজগঞ্জে-১ সংসদীয় আসনের উপনির্বাচনে ভোট কারচুপির প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় রাজধানীর কাওরান বাজার মোড় থেকে মশাল মিছিল শুরু করে পান্থপথ সিগন্যালে এসে মিছিলটি শেষ হয়। মশাল মিছিল চলাকালে কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এসময় ভয়ে আশেপাশের দোকানপাট বন্ধ করে ফেলে দোকানদাররা।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের আয়োজনে মশাল মিছিলটি অনুষ্ঠিত হয়।
এসময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন, সিনিয়র সহ সভাপতি কাজী রওনুকুল ইসলাম শ্রাবন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আমিন, সহ সভাপতি মামুন খান, পার্থদেব মন্ডল, মোস্তাফিজুর রহমান, লিংকন ফকির, পাভেল সিকদার, যুগ্ম সম্পাদক তানজিল আহসান, সহ সাধারণ সম্পাদক সাখওয়াত হোসাইন, সহ সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনি, ঢাকা বিশ্ববিদ্যালয় এর আহ্বায়ক রকিবুল ইসলাম রাকিব, সদস্য সচিব মোঃ আমান উল্লাহ আমান সহ কয়েক শতাধিক নেতাকর্মী।
Leave a Reply