রাজধানীর সাইন বোর্ড সাদ্দাম মার্কেট এলাকায় কাপড় শুকাতে গিয়ে ৫ তলার ছাদ থেকে পড়ে জেসমিন আক্তার রিয়া (১৫) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে।
রোববার (১০ জুলাই) সকাল সাড়ে ১০টায় এ ঘটনাটি ঘটে। রিয়ার বড় ভাই জিসান জানান, সাদ্দাম মার্কেট এলাকায় ৫ তলায় ভবনের চারতলায় থাকেন তারা। সকালে গোসল শেষে রিয়া ৫ তলায় কাপড় শুকাতে যায়। এ সময় অসাবধানতায় ছাদ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়।
পরে সেখান থেকে দুপুর সাড়ে ১২টায় ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। জিসান আরও বলেন, পঞ্চম তলা নির্মাণাধীন। সেখানে কোনও রেলিং ছিল না। ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। রিয়া কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার চাতল বাজার গ্রামের মরহুম সাইদুর রহমানের মেয়ে।
Leave a Reply