রাজশাহীতে এমপি আয়েনের বিরুদ্ধে নির্যাতিত নেতাকর্মীদের মানববন্ধন! রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোঃ আয়েন উদ্দিনসহ তার লোকজনের বিচার চেয়ে মানববন্ধন করেছেন মোহনপুর উপজেলা আওয়ামী লীগের নির্যাতিত নেতাকর্মীরা। সোমবার (৩১ জুলাই) বেলা ১১ টার সময় রাজশাহী নগরীর জিরোপয়েন্টে অত্যাচার নির্যাতন, হামলা ও মামলার প্রতিবাদে এ মানববন্ধন কর্মসূচি করা হয়। সংসদ সদস্য মোঃ আয়েন উদ্দিনের আপন ভগ্নিপতি মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিন শাহ, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোরশেদ আলম, ছাত্রলীগ নেতা গোলাম কিবরিয়া, বাবর আলী, সারয়ার জাহান সাজ্জাদ, জুয়েল রানা, বাবলু হোসেন, লুৎফর রহমানের বিরুদ্ধে বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন মানববন্ধন করেন নির্যাতিত নেতাকর্মীরা।
রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য সুরঞ্জিত সরকার অভিযোগ করে বলেন, তাদের হুমকি ও মানহানিকর ফেসবুক পোস্টের কারণে এলাকার মানুষ ও আত্মীয়-স্বজনের কাছে লজ্জায় মুখ দেখানো কঠিন হয়ে পড়েছে। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এদের বিরুদ্ধে ব্যাবস্থা না নিলে আমাদের বাড়ি-ঘর ছেড়ে চলে যেতে হবে। সুরঞ্জিত সরকার আরও বলেন, আমি নির্যাতিত আওয়ামী লীগকর্মী হলেও এমপির নির্দেশনায় হামলার শিকার হয়ে অর্ধপঙ্গু হয়ে আছি। অর্থ সঙ্কটে সঠিক চিকিৎসা করাতে পারছি না। মহিলা ইউপি সদস্য হাবিবাকে মারপিটসহ মিথ্যা মামলায় জেলে দেয়া হয়।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলার আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান আলী, ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন বকুল, উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আজাহার আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবিব রনি, কৃষকলীগের মহিলা বিষয়ক শেখ হাবিবা, মোহনপুর উপজেলা হিন্দু-বদ্ধ, খ্রিষ্টান ঐক পরিষদের যুগ্ম-সম্পাদক নিখিল রায়সহ নির্যাতিত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এবিষয়ে সংসদ সদস্য মোঃ আয়েন উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমিসহ আমার লোকজনের বিরুদ্ধে যেসকল অভিযোগ তুলে মানববন্ধন করেছেন তা সম্পূর্ণ মিথ্যা। এসকল অভিযোগ ভিত্তিহীন।
Leave a Reply